ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

শিক্ষা

ঢাবি আইন বিভাগের শিক্ষার্থী মাশহুদার ঘাতক স্বামীর ফাঁসির দাবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫০, জুন ২৬, ২০১২

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মাশহুদা খাতুনের ঘাতক স্বামীর ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ‘বাংলাদেশ আওয়ামী আইন ছাত্র পরিষদ’।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহের হোসেন ভবন প্রাঙ্গণে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে ঢাবির আইন বিভাগের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও অংশগ্রহণ করেন।

গত শুক্রবার ভোর রাতে সাতক্ষীরা সদর উপজেলার খানপুর গ্রামে শ্বশুরবাড়িতে আব্দুল কুদ্দুস ফকির স্ত্রী মাশহুদাকে ‘শ্বাসরোধ’ করে হত্যা করেন। পরে নিজেই  থানায় গিয়ে পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেন। স্বামী আব্দুল কুদ্দুসও একই বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

মানববন্ধনে মাশহুদার সহপাঠী আদনান সুমি দুঃখ প্রকাশ করে বলেন, এভাবে আর কোনো মেয়েকে যেন তার স্বপ্ন পূরণের আগেই অকালে চলে যেতে না হয় এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ঘাতক স্বামীকে অবিলম্বে ফাঁসি দিতে হবে।

আইন বিভাগের শিক্ষক শেখ হাফিজুর রহমান কার্জন বলেন, মেয়েদের প্রতি এ বর্বর নিষ্ঠুরতার প্রতিকার করতে সমাজের নিষ্ঠুর ঘাতকদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুন ২৬, ২০১২
এমএইচ/সম্পাদনা: অশোকেশ রায়,  অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।