ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

শিক্ষা

জবিতে ক্লাস-অফিসের সময়সূচি পরিবর্তন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৩, মার্চ ১৫, ২০২৩
জবিতে ক্লাস-অফিসের সময়সূচি পরিবর্তন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, (জবি): রমজান মাস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্লাস ও অফিসের সময়সূচি পরিবর্তন আনা হয়েছে। নতুন সময় অনুযায়ী সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ক্লাস ও অফিস চলবে।

মঙ্গলবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিস সকাল সাড়ে ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে। বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের জন্য বিরতি থাকবে।

উল্লেখ্য, এতদিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীদের ক্লাস সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলে আসছে। নতুন সময়সূচী অনুযায়ী আধাঘণ্টা এগিয়ে আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।