ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

শিক্ষা

নাটোরে গরীব মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫২, এপ্রিল ১২, ২০১২

নাটোর: নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় অ্যালমনাই অ্যাসোসিয়েশন প্রথম বারের মতো বিদ্যালয়ের গরীব ও মেধাবী ছাত্রদের বৃত্তি দিয়েছে।

বিদ্যালয়ে অধ্যায়নরত বিভিন্ন শ্রেণীর মোট ১০ জন ছাত্রের প্রত্যেকে ৩ হাজার ৬শ টাকা করে এককালীন বৃত্তি দেওয়া হয়।



বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ছাত্রদের হাতে বৃত্তির চেক তুলে দেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অধ্যক্ষ ইব্রাহীম হোসেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা বানু।     

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১২

প্রতিবেদন: স্বপন দাস
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।