ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৮, নভেম্বর ১৪, ২০২২
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ ব্যাংক

ঢাকা: কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৪ নভেম্বর) বিকেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেল ৪টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের মূল ভবনের পঞ্চম তলাস্থ জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলন পরিপালন করবেন।  

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২২
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।