ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বুধবার থেকে আর্থিক প্রতিষ্ঠানেও স্বাভাবিক কার্যক্রম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৬, আগস্ট ১০, ২০২১
বুধবার থেকে আর্থিক প্রতিষ্ঠানেও স্বাভাবিক কার্যক্রম

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিধি-নিষেধের মেয়াদ সরকার না বাড়ানোয় ব্যাংকের পাশাপাশি স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১০ আগস্ট) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, ১১ আগস্ট থেকে আর্থিক প্রতিষ্ঠানসমূহের জন্য অফিস সময়সূচি হবে সকাল ১০টা থেকে অপরাহ্ন ৬টা পর্যন্ত। অফিসের কর্মপরিবেশে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

বাংলাদশ সময়: ১৬৩৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।