ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ব্লু  ইকোনমি উল্লেখযোগ্য অবদান রাখতে পারে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৭, এপ্রিল ২৭, ২০২১
ব্লু  ইকোনমি উল্লেখযোগ্য অবদান রাখতে পারে বঙ্গোপসাগর

ঢাকা: বাংলাদেশের অর্থনীতিতে ব্লু  ইকোনমি (সমুদ্র অর্থনীতি) সেক্টরটি উল্লেখযোগ্য অবদান রাখতে পারে বলে মতামত ব্যক্ত করেছেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা।
 
‘ব্লু ইকোনোমি: সেক্টরস অ্যান্ড প্রোসপেক্টস’ শীর্ষক এক অনলাইন আলোচনা সভায় তারা এ মত দেন বলে নদার্ন ইউনিভার্সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট এর চেয়ারম্যান প্রফেসর আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। কি-নোট স্পিকার হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির রিসার্চ ডিভিশনের ডিরেক্টর ড. অভিজিত মিত্র।
 
আলোচক হিসেবে বক্তব্য রাখেন- সেন্টার ফর রেগুলেটরি স্টাডিজ গভর্ন্যান্স অ্যান্ড পাবলিক পলিসি এর প্রধান ও রিসার্চ ফেলো ড. শ্যামভু প্রাসাদ চক্রবর্তী এবং পশ্চিম বঙ্গের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ওসেনোগ্রাফি বিভাগের প্রধান ড. সুফিয়া জামান।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্দান ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন। টেকনিক্যাল সেশন চেয়ার ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম। প্রোগ্রাম উপস্থাপনা করেন নর্দান ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার ফারজানা চৌধুরী।
 
অনুষ্ঠানে ব্লু ইকোনোমি এর অপার, অবারিত সম্ভাবনা ও সুযোগ নিয়ে নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন আমন্ত্রিত অতিথিরা। বাংলাদেশের অর্থনীতিতে এই সেক্টরটি উল্লেখযোগ্য অবদান রাখতে পারে বলে সবাই মতামত ব্যক্ত করেন।  

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২১
এমআইএইচ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।