ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

সাজেদুর রহমান রাকাব’র নতুন ব্যবস্থাপনা পরিচালক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩১, নভেম্বর ১৬, ২০১৯
সাজেদুর রহমান রাকাব’র নতুন ব্যবস্থাপনা পরিচালক

রাজশাহী: এ কে এম সাজেদুর রহমান খান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নতুন ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত হয়েছেন। 

অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর আগে তিনি সোনালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

 

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে রাকাব’র জনসংযোগ কর্মকর্তা মো. জামিল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
 
তিনি জানান, এছাড়াও একই পদে সাজেদুর রহমান অগ্রণী ব্যাংক লিমিটেডে কিছুদিন কর্মরত ছিলেন। ৩৫ বছরের কর্মজীবনে তিনি সোনালী ব্যাংক লিমিটেডের কোম্পানি সেক্রেটারি, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, প্রিন্সিপাল অফিস প্রধান, এডি এবং করপোরেট শাখাসহ বিভিন্ন শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।  

এ কে এম সাজেদুর রহমান খান ১৯৮৪ সালে সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে চাকরি জীবন শুরু করেন। তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে বিএসসি (সম্মান) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। তার বাড়ি ঢাকার সাভারে।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।