ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

পাবনায় কিং ব্র্যান্ড সিমেন্টের রাজসভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২৩, অক্টোবর ২৩, ২০১৮
পাবনায় কিং ব্র্যান্ড সিমেন্টের রাজসভা রাজসভা। ছবি: বাংলানিউজ

পাবনা: পাবনায় পরিবেশক ও নির্মাণ শ্রমিকদের নিয়ে রাজসভা করেছে বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্ট।

সোমবার (২২ অক্টোবর) সন্ধ্যায় পাবনা জেলা পরিষদ রসিদ হলে শতাধিক পরিবেশক ও নির্মাণ শ্রমিকদের নিয়ে এ রাজসভা অনুষ্ঠিত হয়।

রাজসভায় ভিডিও প্রজেকশনের মাধ্যমে ভবন নির্মাণে সময় কিং ব্র্যান্ড সিমেন্ট ব্যবহার প্রণালী ও গুণগত মান নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের কিং ব্র্যান্ড সিমেন্টের নর্থ উইংয়ের এজিএম মো. মাসুদ বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল করিম।

বিশেষ অতিথি ছিলেন ডিজাইন ইঞ্জিনিয়ার মো. মনোয়ারুল ইসলাম, এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিং ব্র্যান্ড সিমেন্টের রাজশাহী ডিভিশনের ডিএসএম মো. জিল্লুর রহমান, এরিয়া সেলস ম্যানেজার মো. আল আমিন কবির প্রমুখ।

আনুষ্ঠানে কিং ব্র্যান্ড সিমেন্টের পাবনার সব পরিবেশক, রাজমিস্ত্রী ও জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নির্মাণ শ্রমিকদের মধ্যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপহার সামগ্রী ও উপস্থিত সবাইকে নিয়ে র‌্যাফেল ড্র’র আয়োজন করা হয়। এতে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন ইঞ্জিনিয়ার মো. কাওসার হোসেন।

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।