ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

স্বাধীনতার পর সবচেয়ে বেশি অর্থ সহায়তা দিয়েছে জাপান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩৫, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
স্বাধীনতার পর সবচেয়ে বেশি অর্থ সহায়তা দিয়েছে জাপান

ঢাকা: স্বাধীনতার পরে সবচেয়ে বেশি অর্থ সহায়তা দিয়েছে জাপান। দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। জাপানে আমাদের রপ্তানিও বাড়ছে। আগামীতে দুই বিলিয়ন ডলারের পণ্য রপ্তানির সুযোগ সৃষ্টি হবে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমির সঙ্গে বৈঠক শেষে একথা জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মন্ত্রীদের দপ্তর পরিবর্তন নিয়ে তিনি বলেন, এটা স্বাভাবিক প্রক্রিয়া।

নতুন পদ পাওয়া সবাই সন্তোষ প্রকাশ করেছেন।

তোফায়েল বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে জিএসপি সুবিধা পাওয়ার আশা করে না বাংলাদেশ। কারণ বাংলাদেশ যত শর্ত পূরণ করুক তারা দেবে না। প্রতিবছর নয়শ মিলিয়ন কাস্টমস ডিউটি দেয় বাংলাদেশ। তারপরও জিএসপি পাওয়ার প্রত্যাশা করে না। তাদের জিএসপি আমাদের প্রয়োজন নেই।  

‘সারা পৃথিবীতে বাংলাদেশ ৩৫ বিলিয়ন ডলার রপ্তানি করে। তাদের জিএসপি সুবিধার দরকার নেই। ’

এসময় জাপানের রাষ্ট্রদূতও বাংলাদেশে আরো বিনিয়োগের আশা করেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।