ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

৩৬০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হচ্ছে ময়মনসিংহে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১১, নভেম্বর ৬, ২০১৭
৩৬০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হচ্ছে ময়মনসিংহে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিদ্যুৎকেন্দ্র স্থাপন বিষয়ক মতবিনিময় সভা

ময়মনসিংহ: ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হচ্ছে ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরিদয়া এলাকায় । দ্বৈত জ্বালানি ভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল)।

বছর দুয়েক আগে এ বিদ্যুৎ কেন্দ্রের জন্য জেলা প্রশাসনের মাধ্যমে সেখানে ১৬.২ একর জমি অধিগ্রহণ করেছে কোম্পানিটি। মাটি ভরাট কাজও শেষ হয়েছে।

চলতি বছরের ডিসেম্বরের শেষের দিকে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে।

সোমবার (০৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের লক্ষে স্থানীয় সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এমন তথ্য জানান প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরপিসিএল) প্রকল্প পরিচালক (পিডি) রেজাউল কবির।

এ সময় জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দিন, চর ঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদুল হক মন্ডল, বর্তমান চেয়ারম্যান মোর্শেদুল আলম জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।

রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরপিসিএল) প্রকল্প পরিচালক (পিডি) রেজাউল কবির জানান, বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হলে ময়মনসিংহে বিদ্যুতের চলমান সঙ্কট পুরোপুরি কেটে যাবে। স্থানীয় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে এ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সহযোগিতা করছে। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার এ প্রকল্প বাস্তবায়নে তারা স্বাগত জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা,নভেম্বর ০৬, ২০১৭
এমএএএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।