ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ভারত থেকে ১ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৭, অক্টোবর ১৮, ২০১৭
ভারত থেকে ১ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত

ঢাকা: ভারত থেকে এক লাখ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
 

বুধবার (১৮ অক্টোবর) সচিবালয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।
 
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

 

তিনি জানান, সরকার হতে সরকার (জিটুজি) পর্যায়ে ভারত থেকে এক লাখ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে কমিটির বৈঠকে।
 
খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে প্রতি মেট্রিক টন চাল ৪৫৫ মার্কিন ডলার দর ধার্য করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর ব্যয় হবে ৩৭৭ কোটি ৬৫ হাজার টাকা।
 
এর আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পিপিআর-২০০৬ অনুযায়ী, সরাসরি জিটুজি পদ্ধতিতে ভারত থেকে এক লাখ মেট্রিক টন চাল আমদানির প্রস্তাব করে। কমিটি তা সুপারিশ করেছে।
 
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এমআইএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।