ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

সময় এসেছে অর্থনৈতিক সম্পর্ক নতুন মাত্রায় নেয়ার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৬, অক্টোবর ৩, ২০১৭
সময় এসেছে অর্থনৈতিক সম্পর্ক নতুন মাত্রায় নেয়ার বক্তব্য রাখছেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। ছবি: বাদল

ঢাকা: বাংলাদেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক ও সংস্কৃতিক যথেষ্ট মিল রয়েছে জানিয়ে ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, এখন সময় এসেছে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন মাত্রায় নেয়ার এবং তা অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগানোর।

মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশ - ইন্ডিয়া বিজনেস মিটিংয়ে তিনি এ কথা বলেন।

দুই দেশের অমীমাংসিত ইস্যুগুলো সমাধানের আশা প্রকাশ করে ভারতীয় মন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুর সমাধান হয়েছে।

এখন সময় এসেছে অর্থনৈতিকভাবে সম্পর্ক নতুন মাত্রায় নেয়ার। দুই দেশের সম্ভাবনার সর্বোচ্চটুকু নিশ্চিত করতে পারলে সামাজিক, অর্থনৈতিক ও সরকার পর্যায়ে এর সুফল পাওয়া যাবে।

অরুণ জেটলি বলেন, ভারত ওষুধ, আইটি, কৃষি, স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে বেশ কয়েকটি মেগা প্রকল্প হাতে নিয়েছে। এছাড়া দক্ষ জনবল তৈরিতেও উদ্যোগ নেয়া হয়েছে। এসব খাতে যৌথভাবে কাজ করার সুযোগ আছে বাংলাদেশের।

তিনি আরো বলেন, বাংলাদেশে ভারতের দুটি অর্থনৈতিক জোন সীমান্তের কাছাকাছি স্থাপিত হচ্ছে। এই দুই জোন চালু হলে দুই দেশের মধ্যে সহযোগিতা ও সম্পৃক্ততা বেড়ে যাবে।

বক্তব্য রাখছেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি।  ছবি: বাদল জনশক্তি রপ্তানির প্রশংসা করে ভারতীয় অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ জনবহুল দেশ হিসেবে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে যে হারে জনশক্তি রপ্তানি করেছে, এটা প্রশংসনীয়।

এছাড়া বাংলাদেশ কালচার এবং ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে যথেষ্ট এগিয়েছে জানিয়ে তিনি বলেন, সুন্দরবন ও সমুদ্র সৈকতকে কাছে লাগিয়ে ভারত ও বাংলাদেশ পর্যটনের ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে পারে।

বিজনেস মিটিং এ শফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, ফেডারেশন অব ইন্ডিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ সভাপতি পঙ্কজ প্যাটেল, এফবিসিসিআই এর প্রথম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা,  ৩ অক্টোবর, ২০১৭
এএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।