ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

রোহিঙ্গাদের জন্য স্যোশাল ইসলামী ব্যাংকের ত্রাণ সামগ্রী 

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৬, অক্টোবর ১, ২০১৭
রোহিঙ্গাদের জন্য স্যোশাল ইসলামী ব্যাংকের ত্রাণ সামগ্রী  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাখাইন রাজ্যে মিয়ানমার নিরাপত্তা বাহিনীর নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় ১ কোটি টাকার ত্রাণ সামগ্রী দিয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)। 

রোববার (০১ অক্টোবর) ব্যাংকের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  
এতে বলা হয়, রোববার কক্সবাজারের হিলটপ সার্কিট হাউজে এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আলী হোসেনের কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়।


 
এ সময় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। তিনি সোশ্যাল ইসলামী ব্যাংকের পক্ষে জেলা প্রশাসককে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন, ব্যাংকের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মেজর (অব.) ডা. মো. রেজাউল হক, ভাইস চেয়ারম্যান সাঈদুর রহমান এবং ইসি কমিটির চেয়ারম্যান আনিসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।  

উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ সামছু-দ্দৌজাসহ অন্যান্য কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।