ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

কোরবানি উপলক্ষে ‘অথবা ডট কম’র ৫১ শতাংশ ছাড়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩২, আগস্ট ২৩, ২০১৭
কোরবানি উপলক্ষে ‘অথবা ডট কম’র ৫১ শতাংশ ছাড় কোরবানি উপলক্ষে বিভিন্ন পণ্যের মূল্য ছাড়

ঢাকা: অনলাইনে পণ্য কেনাবেচার ওয়েবসাইট ‘অথবা ডট কম’ (www.othoba.com)  কোরবানির ঈদ উপলক্ষে আকর্ষণীয় সব পণ্যর ওপর সর্বোচ্চ ৫১ শতাংশ ছাড়ে পণ্য বিক্রির ঘোষণা দিয়েছে। ১০ আগস্ট থেকে শুরু হওয়া এ অফারগুলো চলবে ২৭ আগস্ট পর্যন্ত।

বুধবার (২৩ আগস্ট) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠানটির অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার নির্ঝর কুমার কুন্ডু বলেন, কোরবানির কম্বো ফ্র্রি অফারের আওতায় আরএফএল প্লাস্টিকের নির্দিষ্ট পণ্য কিনলে ৩০ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা।

কোরবানির কাট কাট অফারের আওতায় চাপাতি, মিট গ্রাইন্ডার, ব্লেন্ডার, চপার বোর্ড ও ওয়িং স্কেল কিনলে সর্বোচ্চ ৫১ শতাংশ ছাড় পাওয়া যাবে।

ফিলিপস ব্র্যান্ডের হোম অ্যাপ্লায়েন্স কিনলে ৩০ শতাংশ, পাঞ্জাবিতে ৩৫ শতাংশ এবং টপার ব্র্যান্ডের পেসার কুকার, ভিশনের ফ্রিজার ও সার্পোট ব্র্যান্ডের আইস বক্স কিনলে ৫ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা।

তিনি আরও বলেন, অথবা ডট কম’র মাধ্যমে কোরবানির গরু কেনা যাবে। বিকাশের মাধ্যমে যে কোনো পণ্য কিনলে রয়েছে ২০ শতাংশ ক্যাশব্যাক।

এছাড়া প্রাণ গরুর মাংসের মসলা তিনটি কিনলে একটি ফ্রি, ল্যাটিনা জুস দুইটি কিনলে একটি ফ্রি, সানফ্লাওয়ার কার্নেল অয়েলের পাঁচ লিটারের সঙ্গে রয়েছে একটি মগ ফ্রি।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।