ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ঈদে সিম্ফনির বিদেশ ভ্রমণ অফার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৫, আগস্ট ১৮, ২০১৭
ঈদে সিম্ফনির বিদেশ ভ্রমণ অফার অফারের লোগোর ছবি

বাংলাদেশের নাম্বার ওয়ান স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনির ‘সিম্ফনি ঈদ অফার’ নামে নতুন একটি কাস্টমার অফার ১৭ আগস্ট ২০১৭ থেকে শুরু হয়েছে।

এই অফারের আওতায় কাস্টমার সিম্ফনির যে কোনো হ্যান্ডসেট ক্রয় করলে পেতে পারেন বিদেশ ভ্রমণ প্যাকেজ, ফ্রি হ্যান্ডসেট অথবা ১০০০ টাকা পর্যন্ত ফ্রি মোবাইল রিচার্জ।

এছাড়াও এডিসন গ্রুপ এর প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোন হ্যালিও সিরিজও এই অফারের আওতায় থাকবে।

হ্যালিও এস১০, এস২৫ এর সাথে ব্যাগ এবং হ্যালিও এস২ এর সাথে থাকছে টিশার্ট ও চাবির রিং।

সিম্ফনি জেড৯ এর সাথে আছে ব্যাকপ্যাক, জেড৮ এর সাথে দিচ্ছে পাওয়ার ব্যাংক, সিম্ফনি জেড৭ এর সাথে পাওয়া যাবে একটি টিশার্ট এবং সিম্ফনি পি৯ এর সাথে থাকছে ব্লু-টুথ স্পিকার।

কাস্টমার হ্যান্ডসেট ক্রয় করে তার সিম থেকে একটি মেসেজ দেওয়ার পর ফিরতি মেসেজে জেনে যাবেন তিনি কোন অফারটি জিতেছেন।

মেসেজ পাঠানোর নিয়মাবলি:

মেসেজ অপশনে গিয়ে Sym (স্পেস) ১৫ ডিজিটের প্রথম আইএমইআই নাম্বারটি (ক্রয়কৃত হ্যান্ডসেটের) পাঠাতে হবে ৬৯৬৯ নাম্বারে।

ফিরতি মেসেজে আপনি জেনে যাবেন জিতে নেওয়া উপহারটি। (সংবাদ বিজ্ঞপ্তি। )

বাংলাদেশ সময়:০৮০৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
জেএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।