ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ সুবিধা রানার গ্রুপের

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৫, জুলাই ১১, ২০১৭
কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ সুবিধা রানার গ্রুপের

ঢাকা: কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে আরো এক ধাপ সুযোগ সুবিধা বাড়ালো রানার গ্রুপ। গত ১০ জুলাই স্কয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান গার্ডিয়ান লাইফইন্স্যুরেন্সের সঙ্গে রানার গ্রুপের বিমা চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে স্বাক্ষর করেন- রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, স্কয়ার গ্রুপের ডিরেক্টর তপন চৌধুরী,  রানার গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রধান রুদাবা তাজিন এবং গার্ডিয়ান লাইফইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনিরুল আলম।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-  রানার গ্রুপের পক্ষে খান সরফরাজ আলি, (জি.এম এইচ আর অ্যান্ড এডমিন) ও মোহাম্মাদ শাহরিয়ার জান কাদরী (ম্যানেজার, এইচ আর) এবং গার্ডিয়ান লাইফইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে উপস্থিত ছিলেন- মো. সাজ্জাদুল করিম (সিও) ও মাজহারুল ইসলাম রানা (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট)।


এই চুক্তির ফলে কর্মীদের মনোবলবৃদ্ধি ও কাজের প্রতি একাগ্রতা বৃদ্ধি পাবে বলে মনে করেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান।
 

দেশীয় শিল্প গড়ার অন্যতম প্রতিষ্ঠান রানার গ্রুপ গর্বের সঙ্গে দেশে ও বিদেশে উৎপাদিতপণ্য সুনামের সঙ্গে বিক্রি করে আসছে। আর তা সম্ভব হয়েছে রানারের নিবেদিত কর্মীবাহিনী দ্বারা।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।