ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ব্যাংকের মুনাফা বেড়েছে ৭,৩০০ কোটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৭, আগস্ট ২৭, ২০২৫
বাংলাদেশ ব্যাংকের মুনাফা বেড়েছে ৭,৩০০ কোটি

বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়েছে প্রায় ৭ হাজার ৩০০ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে নিট মুনাফা করেছে ২২ হাজার কোটি টাকা।

তার আগের বছরে মুনাফা করেছিল ১৫ হাজার ৩০০ কোটি টাকা।

বেশি মুনাফা করায় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মূল বেতনের ছয় গুন প্রণোদনা বোনাস অনুমোদন দেওয়া হচ্ছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে গত অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী অনুমোদন করা হয়। বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে সংস্থাটির পরিচালকেরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান বলেন, এ মুনাফার বড় অংশ এসেছে স্থানীয় মুদ্রা থেকে। মুনাফার অর্থের একটা অংশ আগেই সরকারের হিসাবে জমা দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে বাকি অর্থ জমা করা হবে।

অর্থনীতি মন্দা থাকলে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা চাঙা থাকে। গত অর্থবছরে তেমনই হয়েছে। রাজস্ব আয় কম হওয়ায় সরকার বাংলাদেশ ব্যাংক থেকে বেশি টাকা ধার করেছে। আবার ব্যাংকগুলোও বাংলাদেশ ব্যাংক থেকে আগের চেয়ে বেশি টাকা ধার করেছে। এতে বেশি সুদ পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আবার রিজার্ভের অর্থ বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগ থাকায় সেখান থেকেও ভালো মুনাফা হয়েছে। ফলে কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকাররা জানান, মুনাফার এমন নীতিতে বিভিন্ন দেশে এমন নীতি প্রচলিত আছে।

এর আগে ২০২৩-২৪ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক প্রকৃত মুনাফা করেছিল প্রায় ৪০ হাজার কোটি টাকা। এর মধ্যে নিট মুনাফার পরিমাণ ছিল ১৫ হাজার ৩০০ কোটি টাকা। আগের অর্থবছরে অর্থনীতির অবস্থা তুলনামূলক ভালো থাকার কারণে নিট মুনাফা কম ছিল।

জেডএ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।