ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

৩৫৯ কোটি টাকায় ৪ ক্রয় প্রস্তাব অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৩, আগস্ট ২৬, ২০২৫
৩৫৯ কোটি টাকায় ৪ ক্রয় প্রস্তাব অনুমোদন

প্রাথমিক শ্রেণির বিনামূল্যের পাঠ্যপুস্তক ছাপানো, শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র মেরামত, নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি প্রকল্পের অতিরিক্ত ব্যয় এবং ভোলায় একটি বাফার গুদাম নির্মাণে মোট ব্যয় হবে ৩৫৯ কোটি ৭২ লাখ ৭৯ হাজার ৮৭১ টাকা। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় চারটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ রাষ্ট্রীয় সফরে জাপানে অবস্থান করায় সেখান থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন।

পাঠ্যপুস্তক মুদ্রণ
২০২৬ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের (৪র্থ ও ৫ম শ্রেণি) বাংলা ও ইংরেজি ভার্সনের পাঠ্যপুস্তক ছাপানোর জন্য ৯৮টি লটের বিপরীতে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে ২৩২টি দরপত্র জমা পড়ে। এর মধ্যে ২২৬টি দরপত্র কারিগরি ও আর্থিকভাবে গ্রহণযোগ্য হয়।

প্রক্রিয়া শেষে টেন্ডার ইভালুয়েশন কমিটি (টিইসি) ৯৪টি লটের জন্য সর্বনিম্ন দরদাতা মুদ্রণ প্রতিষ্ঠানকে সুপারিশ করে। এতে ৩ কোটি ৬২ লাখ ৯১ হাজার ২০৭ কপি পাঠ্যপুস্তক ছাপানো, বাঁধাই ও সরবরাহ বাবদ ব্যয় হবে ১৮৭ কোটি ১১ লাখ ৭ হাজার ২০৮ টাকা। প্রতিটি বই মুদ্রণ ও সরবরাহে খরচ পড়বে ৫১ টাকা ৫৬ পয়সা।

৯৮টি লটের মধ্যে অবশিষ্ট ৪টি লট নন-রেসপনসিভ হওয়ায় পুনঃদরপত্র আহ্বানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র মেরামত
শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রটি ২০১৬ সালে ২ হাজার ৮০৯ কোটি টাকায় চালু হয়। ২০২২ সালে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়ে এর গ্যাস টারবাইন-২ বন্ধ হয়ে যায়। এটি মেরামতের জন্য এক ধাপ দুই খাম পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে তিনটি দরপত্র জমা পড়ে। এর মধ্যে দুটি রেসপনসিভ হওয়ায় প্রক্রিয়া শেষে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে চীনের সেপকো–৩ ইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড নির্বাচিত হয়। এতে ব্যয় হবে ১১১ কোটি ১৮ লাখ ৮৩ হাজার ৬৬৪ টাকা।

নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রকল্প

নারায়ণগঞ্জে একটি ট্রেনিং ইনস্টিটিউট নির্মাণের অতিরিক্ত ব্যয়ের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। ‘বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প-১’ এর আওতায় ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার লিমিটেডের সঙ্গে ৮২ কোটি ৫০ লাখ টাকায় চুক্তি হয়েছিল।

চলমান কাজে টেন্ডার বহির্ভূত কাজ যোগ হওয়ায় ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১১ কোটি ৯৩ লাখ ৬৯ হাজার ৫৬৭ টাকা ব্যয় বৃদ্ধি পাবে। একাডেমিক ও হোস্টেল ভবনে একটি করে ফ্লোর যোগ করার কারণে এই ব্যয় বাড়ানো হচ্ছে।

ভোলায় বাফার গুদাম
‘সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে দেশের বিভিন্ন জায়গায় ৩৪টি বাফার গুদাম নির্মাণ’ প্রকল্পের আওতায় ভোলায় একটি বাফার গুদাম নির্মাণে অনুমোদন দিয়েছে কমিটি।

উন্মুক্ত দরপত্র আহ্বান করলে চারটি প্রতিষ্ঠানের প্রস্তাব জমা পড়ে। এর মধ্যে একটি যৌথ প্রতিষ্ঠান—এমবিএল ও আরইএল, ঢাকা—রেসপনসিভ হওয়ায় তাদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৪৯ কোটি ৪৯ লাখ ১৯ হাজার ৪৩২ টাকা।

এনডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।