ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

থাইল্যান্ড এলপিজি প্রকল্পে বিনিয়োগে আগ্রহী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১১, জুলাই ৬, ২০১৭
থাইল্যান্ড এলপিজি প্রকল্পে বিনিয়োগে আগ্রহী

ঢাকা: থাইল্যান্ড এলপিজি বোতলিকরণ প্রকল্পে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। বুধবার (৬ জুলাই) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর  সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডন প্রোমদোইনাই এ আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে অংশ নেওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে থাই পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে বিভিন্নখাতে বিনিয়োগের সুবিধাগুলো বর্ণনা করেন।

বিশেষ করে ১০০টি ইপিজেড প্রতিষ্ঠার পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

ওই কর্মকর্তা আরও জানান, দুই দেশের মধ্যে প্রায় ১০ পৃষ্ঠার একটি ইস্তেহার স্বাক্ষর হয়েছে। অচিরেই কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই একে অন্যের দেশ সফর করতে পারবেন। এ নিয়ে শিগগিরই দুই দেশের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর হবে।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত দুই দেশের মধ্যে এটি হচ্ছে সপ্তম যৌথ কমিশনের বৈঠক। ষষ্ঠ বৈঠকটি হয়েছিল আজ থেকে ১৯ বছর আগে ১৯৯৮ সালে।

এ বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, কারিগরি সহযোগিতা, মানবপাচার প্রতিরোধ, যোগাযোগ, সামরিক, ক্রীড়া, সংস্কৃতি, পর্যটন এবং শ্রম খাত নিয়ে বিস্তারিত আলোচনা হয়।  

ধাপে ধাপে এ সকল বিষয়ে চুক্তি স্বাক্ষরের ব্যাপারে বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সম্মতি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ৬ জুলাই, ২০১৭
কেজেড/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।