ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

কমতে শুরু করেছে মোটা চালের দাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৮, জুলাই ১, ২০১৭
কমতে শুরু করেছে মোটা চালের দাম ফাইল ফটো

নওগাঁ: নওগাঁয় কমতে শুরু করেছে মোটা চালের দাম। গত ৩ দিনে প্রতি কেজিতে দাম কমেছে দেড় থেকে দুই টাকা পর্যন্ত।

শনিবার (১ জুলাই) বাজারে কেনা-বেচা শুরু হলে স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি নিশ্চিত করেছেন।

নওগাঁ বেলকোন গ্রুপের কর্মকর্তা ওয়াহাব হোসেন বাংলানিউজকে জানান, ঈদের পর প্রতি ৫০ কেজির বস্তায় স্বর্ণা ও গুটি স্বর্ণা, বিআর-২৮ বা বিআর-২৯ জাতের মোটা চালের দর কমেছে ১০০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত।

পাইকারি দরে মিলগেটে এসব চাল এখন বিক্রি হচ্ছে ১ হাজার ৭৫০ টাকা থেকে ১ হাজার ৮০০ টাকায়।

নওগাঁর চাল ব্যবসায়ী তৌফিকুল ইসলাম জানান, ঈদের পর-পরই বাজারে এলসির চাল ঢুকেছে। ফলে খুচরা বাজারে মোটা চালের চাহিদা পূরণে এলসির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। তবে সরু চালের বাজার দর এখনও কমেনি।

জানা গেছে, সরু জাতের নাজিরশাইল বা মিনিকেট চাল এখনও ৫০ কেজির প্রতি বস্তা পাইকারিতে বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ টাকা থেকে ২ হাজার ৫০০ টাকায়।

সরুচালের বাজার দর না কমলেও বৃদ্ধির সম্ভাবনা নেই বলেও জানান চাল ব্যবসায়ী তৌফিকুল ইসলাম বাবু।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ০১ জুলাই, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।