ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

সিলেট সীমান্তে ২৩ লাখ টাকার ভারতীয় কাপড়সহ আটক ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৩, জুন ২০, ২০১৭
সিলেট সীমান্তে ২৩ লাখ টাকার ভারতীয় কাপড়সহ আটক ২ সিলেট সীমান্তে ভারতীয় কাপড়সহ চোরাকারবারী আটক/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলা থেকে প্রায় ২৩ ল‍াখ টাকার ভারতীয় কাপড়সহ দুই চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- উপজেলার ফতেহপুর গ্রামের শামসুল ইসলামের ছেলে রেহান আহমদ ওরফে রায়হান (২০) ও একই এলাকার মখন মিয়ার ছেলে লিটন আহমেদ (২১)।

মঙ্গলবার (২০ জুন) ভোরে উপজেলার ফতেহপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিকেলে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা সংবাদ সম্মেলন করে বিষয়টি সংবাদ মাধ্যমকে জানান।

তিনি বলেন, গোয়েন্দা শাখার (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন মোহাম্মদ তৈমুর আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৫শ’৫ পিস ভারতীয় শাড়ি, ১৬ বান্ডেল ভারতীয় কাপড়সহ দুই যুবককে আটক করা হয়। উদ্ধারকৃত কাপড়ের বাজার মূল্য প্রায় ২৩ লাখ ৭৬ হাজার ২৫০ টাকা।

আটকদের বিরুদ্ধে গোয়ানাইঘাট থানায় এ সংক্রান্ত মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি জহির উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জুন ২০, ২০১৭
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।