ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

টেলিটকের ৭৯৮টি সিম পেলেন নির্বাচনী কর্মকর্তারা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১১, জুন ১২, ২০১৭
টেলিটকের ৭৯৮টি সিম পেলেন নির্বাচনী কর্মকর্তারা

ঢাকা: বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের মধ্যে  করপোরেট সেবাগ্রহণ সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (১২ জুন) উভয় পক্ষের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় নির্বাচন কমিশনের কর্মকর্তাদের জন্য টেলিটকের ৭৯৮টি ৩জি করপোরেট সিম বিনামূল্যে প্রদান করা হয়।

নির্বাচন কমিশনের পক্ষে উপসচিব (সাধারণ সেবা)  এবং টেলিটকের পক্ষে উপ মহাব্যবস্থাপক (করপোরেট সেলস্) স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিব, অতিরিক্ত সচিব, এনআইডি প্রকল্পের  ডিজি, টেলিটকের ভারপ্রাপ্ত এমডিসহ উভয়পক্ষের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উভয় পক্ষ পরস্পর  সহযোগিতার মাধ্যমে ডিজিটালাইজেশনের গতিকে ত্বরান্বিত করণের বিষয়ে একমত পোষণ করেন।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জুন ১২, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।