ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

শ্রমিক কল্যাণ তহবিলে সাড়ে ১৯ কোটি টাকা দিলো গ্রামীণফোন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০০, মে ৩১, ২০১৭
শ্রমিক কল্যাণ তহবিলে সাড়ে ১৯ কোটি টাকা দিলো গ্রামীণফোন শ্রমিক কল্যাণ তহবিলে প্রায় সাড়ে ১৯ কোটি টাকার চেক দিলো গ্রামীণফোন/ছবি: পিআইডি

ঢাকা: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে লভ্যাংশের প্রায় সাড়ে ১৯ কোটি টাকা দিয়েছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।

গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা কাজী মুহাম্মদ শাহেদের নেতৃত্বে প্রতিধিরা বুধবার (৩১ মে) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর সঙ্গে সাক্ষাৎ করেন। তারা ১৯ কোটি ৪২ লাখ ৬২ হাজার ৭৯১ টাকার চেক হস্তান্তর করেন।

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন অনুসারে গ্রামীণফোন ২০১৬ সালের মোট লাভের ৫ শতাংশের এক দশমাংশ পরিমাণ অর্থ শ্রমিক কল্যাণ তহবিলে জমা দিয়েছে।

গ্রামীণফোন ২০১৩ সাল থেকে শ্রমিকদের কল্যাণে ব্যয়ে প্রতি বছর লভ্যাংশের নির্দিষ্ট পরিমাণ অর্থ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে দিয়ে আসছে। গত চার বছরে গ্রামীণফোন এ তহবিলে ৭০ কোটি ৩৬ লাখ ৬৭ হাজার ৩৪২ টাকা দিয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আনিসুল আউয়াল, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খন্দকার মোস্তান হোসেন, গ্রামীনফোনের প্রধান করপোরেট বিষয়ক কর্মকর্তা মাহমুদ হোসেন এবং জিএম ইমতিয়াজ উদ্দিন নাফিজ ইকবাল।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মে ৩১, ২০১৭
এমআইএইচ/ওএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।