ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

সৈয়দপুরে কামারপুকুর ইউনিয়নের বাজেট ঘোষণা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৭, মে ৩০, ২০১৭
সৈয়দপুরে কামারপুকুর ইউনিয়নের বাজেট ঘোষণা সৈয়দপুরে কামারপুকুর ইউনিয়নের বাজেট ঘোষণা

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলার এক নম্বর কামারপুকুর ইউনিয়নের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) বিকেলে কামারপুকুর ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রাঙ্গণে এ বাজেট ঘোষণা করা হয়।

কামারপুকুর ইউপির চেয়ারম্যান মো. রেজাউল করিম লোকমানের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা প্যানেল চেয়ারম্যান আজমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ইসরাত জাহান পল্লবী, ইউপি সদস্য মমিন, সেলিনা আক্তার, কদর বানু, মোতাহার আলী, আইনুল ইসলাম ও আনছারুল ইসলাম প্রমুখ।

বাজেটে উন্নয়ন ও রাজস্ব খাতে ৩ কোটি ১৭ লাখ ৪৩ হাজার ৫৩০ টাকার বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মো. আহসান হাবিব। যার মধ্যে ব্যয় দেখানো হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৫৫ হাজার ৫৯০ টাকা। আয় ও ব্যয় সামঞ্জস্য করে উদ্বৃত্ত দেখানো হয়েছে ৮৭ হাজার ৯৩৫ টাকা। এবারের বাজেটে সর্বোচ্চ স্থান পেয়েছে দারিদ্র হ্রাসকরণ, যোগাযোগ ও উন্নয়নখাত।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, মে ৩০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।