ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

নির্বাচনী এলাকায় বৃহস্পতিবার ব্যাংক বন্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৮, মার্চ ২৯, ২০১৭
নির্বাচনী এলাকায় বৃহস্পতিবার ব্যাংক বন্ধ

ঢাকা: দশম জাতীয় সংসদের সুনামগঞ্জ-৩ নির্বাচনী এলাকার শূন্য আসনে এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় বৃহস্পতিবার (৩০ মার্চ) তফসিলি ব্যাংকের নিয়ন্ত্রণকারী কার্যলয়সহ ব্যাংকের সব শাখা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৯ মার্চ) এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনপত্রে বলা হয়, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭ এসই/জেডএস।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।