ঢাকা: বিদায়ী সপ্তাহে (২৪ থেকে ২৮ আগস্ট) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের পুঁজিবাজারে। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) টাকার পরিমাণে লেনদেন বেড়েছে।
শনিবার (৩০ আগস্ট) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪২ পয়েন্ট বা ২.৬৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৬৭ পয়েন্ট বা ৩.২৩ শতাংশ বেড়ে ২ হাজার ১৫৬ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ২৬ পয়েন্ট বা ২.২৮ শতাংশ বেড়ে ১ হাজার ২০৭ পয়েন্টে অবস্থান করছে।
বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৮ হাজার ১৮১ কোটি ২৫ লাখ টাকা। শেষ কার্যদিবসে বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ১৮ হাজার ৩৫৬ কোটি ১ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ১৭৪ কোটি ৭৬ লাখ টাকা।
বিদায়ী সপ্তাহে ডিএসইর লেনদেন হয়েছে ৫ হাজার ৭২৯ কোটি ৫৫ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ৫৩৫ কোটি ৬৯ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১ হাজার ১৯৩ কোটি ৮৬ লাখ টাকা।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২৮৬টির, দর কমেছে ১০৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৩টির। তবে লেনদেন হয়নি ১৭টির।
এদিকে পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৩২ পয়েন্ট বা ২.২১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৫৭ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ১২৫ কোটি ৭৩ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬৮ কোটি ৮৭ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৫৬ কোটি ৮৬ লাখ টাকা।
বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ৩৩৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২০২টির, দর কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির শেয়ার ও ইউনিট দর।
এসএমএকে/আরআইএস