ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

যারা প্লাস্টিকের ব্যাগ বানাতো, তারা পাটের ব্যাগ বানাবে: বাণিজ্য উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৮, আগস্ট ৩১, ২০২৫
যারা প্লাস্টিকের ব্যাগ বানাতো, তারা পাটের ব্যাগ বানাবে: বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ফাইল ছবি

ঢাকা: বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, যারা গতকাল প্লাস্টিকের ব্যাগ বানাতো, আজ থেকে তারা পাটের ব্যাগ বানাবে। এতে পরিবেশ রক্ষার পাশাপাশি দেশের অর্থনৈতিক সক্ষমতাও বাড়বে।

 

রোববার (৩১ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন।

শেখ বশির উদ্দিন বলেন, প্লাস্টিক ব্যাগ তৈরির প্রক্রিয়ায় সীমিত সংখ্যক মানুষের কর্মসংস্থান হয়। কিন্তু পাটের ব্যাগে সুতো, কাপড় এবং ব্যাগ তৈরির প্রতিটি ধাপে বহুগুণ কর্মসংস্থান তৈরি হবে। ইউনিয়ন থেকে উপজেলা পর্যায়ে হাজার হাজার প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে।

তিনি বলেন, বাংলাদেশে প্রতিবছর কয়েক বিলিয়ন ডলারের প্লাস্টিক পণ্য আমদানি হয়, অথচ পাটপণ্য রপ্তানি এক বিলিয়ন ডলারেরও কম। আমাদের সোনালী আঁশের ঐতিহ্য হারিয়ে গেছে। পরিবেশ ও পাট মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টায় সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।

বাণিজ্য উপদেষ্টা কঠোরভাবে জানান, নির্দিষ্ট সময়ের পর সরকার প্লাস্টিক ব্যাগ ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করবে।  

পাটের ব্যাগ ছাড়া অন্য কোনো ব্যাগ গ্রহণযোগ্য হবে না, বলেও হুঁশিয়ারি দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ এবং পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা প্রমুখ।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।