ইয়োয়োসো বাংলাদেশ বসুন্ধরা সিটি শপিং মলে তাদের ষষ্ঠ আউটলেটের বর্ণাঢ্য উদ্বোধন করেছে। ফলে দেশের ভেতরে ব্র্যান্ডটির সম্প্রসারণ যাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হলো।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল ১ এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রাণবন্ত ফ্ল্যাশ মব এবং দেশের প্রথম ইনডোর বেলুন ড্রপ, যা অনুষ্ঠিত হয় বসুন্ধরা সিটি শপিং মলের কেন্দ্রস্থলে।
ইয়োয়োসো দুবাই থেকে অনুপ্রাণিত এ চমৎকার আয়োজনটিতে নীল ও গোলাপি রঙের হাজারো বেলুনে ভরে ওঠে সংগীতানুষ্ঠানের পরপরই। নীল, ও গোলাপি বেলুনের রঙিন পুরো স্থানটি এক উৎসবমুখর আবহে ভরে ওঠে।
বেলুনের বর্ণিল দৃশ্য ও প্রাণচঞ্চল পরিবেশ উপস্থিত দর্শকদের মধ্যে ছড়িয়ে দেয় আনন্দ ও উচ্ছ্বাস। ফ্ল্যাশ মবের উদ্দীপনা এবং এই রঙিন আয়োজন ইয়োয়োসোর প্রাণবন্ত ও তরুণপ্রাণ ব্রান্ডের পরিচিতিকে আরও উজ্জ্বলভাবে তুলে ধরে।
উদ্বোধনকালে ক্রেতা, পরিবার ও শুভানুধ্যায়ীদের ভিড়ে শপিং মলটি উৎসব মুখর হয়ে ওঠে। সংগীত, রঙ ও আনন্দে ভরা এ উৎসব সবার জন্য ছিল এক স্মরণীয় অভিজ্ঞতা।
অনুষ্ঠানের শেষে অনুষ্ঠিত হয় উত্তেজনাপূর্ণ "PR Box Giveaway", যেখানে আগত অতিথিদের মধ্যে ইয়োয়োসো গিফট বক্স উপহার দেওয়া হয় কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে। পাশাপাশি ব্র্যান্ডের অব্যাহত সফলতা ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বৃহৎ পর্দা উন্মোচন ও ফিতা কাটার মাধ্যমে স্টোরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা, ফকির অ্যাপারেলস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ফকির মনিরুজ্জামান এবং ইয়োয়োসো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মোনজারিন জামান।
উদ্বোধন অনুষ্ঠানে ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা বলেন, বসুন্ধরা সিটিতে ইয়োয়োসোর ষষ্ঠ আউটলেটের যাত্রা শুরু হলো, যেটা অত্যন্ত আনন্দের বিষয়। এরফলে ইয়োয়োসো বসুন্ধরা সিটি শপিং মলের অংশ হয়েছে। ইয়োয়োসো একটা ইন্টারন্যাশনাল লাইফ স্টাইল ব্রান্ড, যাদের ৬০টা দেশে এক হাজারের বেশি আউটলেট আছে। এটা শুধু লাইফস্টাইল ব্রান্ড নয়, লাইফস্টাইল এক্সপিরিয়েন্স শপ, যেখানে আধুনিকতা এবং স্টাইল ট্রেন্ডিয়ের সুন্দর সমন্বয় হয়েছে।
তিনি আরও বলেন, ইয়োয়োসোর পণ্য শিশু থেকে শুরু করে প্রাপ্ত বয়স্কদের জন্য অনেক অফার রয়েছে। আমি ইয়োয়োসো বাংলাদেশের সফল ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরের ব্লক সি এবং ডি-এর মূল এস্কেলেটরের পেছনে অবস্থিত এ নতুন আউটলেটটি ক্রেতাদের আধুনিক ও আকর্ষণীয় শপিং অভিজ্ঞতা প্রদান করবে। এখানে ইয়োয়োসোর নান্দনিক লাইফস্টাইল ও হোম পণ্যগুলো পাওয়া যাবে, যা স্টাইল, ব্যবহারিকতা ও সাশ্রয়ী মূল্যের অনন্য সমন্বয়।
ইয়োয়োসো বাংলাদেশ বনানী রোড ১১, সাতমসজিদ রোড ধানমন্ডি, যমুনা ফিউচার পার্ক, নারায়ণগঞ্জ ও খিলগাঁও আউটলেট সফলভাবে পরিচালনা করছে।
জেএইচ