ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বরিশালে বসুন্ধরা টিস্যু পণ্যের ট্রেড ‍স্কিম

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১০, জানুয়ারি ২৫, ২০১৬
বরিশালে বসুন্ধরা টিস্যু পণ্যের ট্রেড ‍স্কিম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: ‘সমৃদ্ধির পথে মিলি একসাথে’ স্লোগানে বরিশালে বসুন্ধরা টিস্যু পণ্যের ট্রেড স্কিম-২০১৫ এর সাফল্য উদযাপন করা হয়েছে।

রোববার (২৪ জানুয়ারি) দুপুরে নগরীর পুলিশ লাইনসে অভিজাত একটি রেস্তোরায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা পেপার মিলের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. শাহিনুর রহমান।

তিনি বলেন, দেশের বৃহত্তর শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পেপার মিলের উৎপাদিত টিস্যু দেশের চাহিদা পূরণ করে বিশ্বের বিভিন্ন দেশের রফতানি করা হচ্ছে। আগামী এক বছরের মধ্যে আরো কয়েকটি দেশের টিস্যু রফতানি প্রক্রিয়াধীন।

তিনি টিস্যুর বরিশাল বিভাগের পরিবেশকদের উদ্দেশে বলেন, এটা সম্ভব হয়েছে আপনাদের (পরিবেশক ও খুচরা বিক্রেতা) জন্য।

বসুন্ধরা টিস্যুর বরিশাল বিভাগীয় পরিবেশক মেসার্স ইত্যাদি ফুডের স্বত্ত্বাধিকারী শাহরিয়ার বশিরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, কিংব্র্যান্ড সিমেন্টের ডিভিশনাল সেলস ম্যানেজার কবির আহমেদ, বসুন্ধরা পেপার মিলের এরিয়া ম্যানেজার মিজানুর রহমান, টিএসই রশ্মি কুমার রায় প্রমুখ।
 
অনুষ্ঠান শেষে পরিবেশকের পক্ষ থেকে উপস্থিত খুচরা বিক্রেতারদের মধ্যে শুভেচ্ছা পুরস্কার বিতরণ করা হয়।   

অনুষ্ঠানে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় অর্ধশত পরিবেশক (ডিলার)ও খুচরা বিক্রেতারা অংশ নেন।

বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।