ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

রাজশাহীতে উদ্যোক্তা-ব্যাংকারদের সঙ্গে গভর্নরের মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৫, জানুয়ারি ২৩, ২০১৬
রাজশাহীতে উদ্যোক্তা-ব্যাংকারদের সঙ্গে গভর্নরের মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীতে স্থানীয় নতুন উদ্যোক্তা ও ব্যাংকারদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

শনিবার (২৩ জানুয়ারি) সকালে কর্মসূচির শুরুতেই রাজশাহী মহানগরীর কাজীহাটায় অবস্থিত বাংলাদেশ ব্যাংকের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।



এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী কার্যালয়ের নির্বাহী পরিচালক জিন্নাতুন বাকেয়া।

সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক এসএম মনিরুজ্জামান। এছাড়াও প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক, স্থানীয় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও রাজশাহী অঞ্চলের বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আতিউর রহমান বলেন, বহির্বিশ্বে বাংলাদেশ এখন উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে স্বীকৃতি পাচ্ছে। অনেক ক্ষেত্রে রোল মডেলও বলা হচ্ছে। বিশ্বের বিভিন্ন গবেষণায় এখনও বাংলাদেশ উন্নয়নের পরীক্ষাগার, তবে ইতিবাচক অর্থে। তাই এর সঙ্গে তাল মিলিয়ে রাজশাহী অঞ্চলের অর্থনীতিকেও আরও এগিয়ে নিতে হবে।

এ সময় গভর্নর রাজশাহীর নতুন উদ্যোক্তা ও কৃষকদের বিভিন্ন ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ প্রদানের মাধ্যমে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে সবার প্রতি আহ্বান জানান।

পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনি বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম আয়োজিত “জীবনের কথা, অর্থনীতির কথা” শীর্ষক সেমিনারে যোগ দেন। সেখান থেকে দুপুরে নগরীর নামোভদ্রা এলাকায় স্থাপিত প্রাকৃতিক হিমাগার পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আতিউর রহমান।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।