ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বিকাশে বিল পরিশোধ করা যাবে বারডেমে

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৮, জুলাই ৩০, ২০১৫
বিকাশে বিল পরিশোধ করা যাবে বারডেমে

ঢাকা: বিকাশ ব্যবহারকারীরা এখন থেকে বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা সংক্রান্ত বিল প্রদান করতে পারবেন বিকাশ দিয়ে। সম্প্রতি বিকাশ ও বারডেমের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি সই হয়েছে।



বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার রেজাউল হোসেন এবং বারডেম হাসপাতালের মহাপরিচালক প্রফেসর নাজমুন নাহার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বারডেমের পরিচালক, হসপিটাল ও এমডি শহিদুল হক মল্লিক, যুগ্ম পরিচালক ও ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস সিরাজ-উদ-দ্দৌলা, উপ-পরিচালক ও ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ইমরুল আহমেদ এবং বিকাশের হেড অব বিজনেস সেলস গোলাম আঞ্জুমানারুল ইসলাম, ম্যানেজার, এম-কমার্স এস এম জাহেদুল আরেফিন এবং অ্যাকাউন্টস ম্যানেজার, এম-কমার্স এ এম সিরাজুল মওলা।

বিকাশ ব্যবহারকারীকে প্রথমে *২৪৭# এ ডায়াল করে বিকাশ মেন্যুতে যেয়ে '৩' নির্বাচিত করে 'পেমেন্ট' পছন্দ করতে হবে। এরপর বেশ কিছু ইন্টার‌্যাক্টিভ ধাপ অনুসরণ করে পেমেন্ট করা যাবে।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।