ঢাকা, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

শুল্ক আরোপ নিয়ে আলোচনা করতে আমন্ত্রণের অপেক্ষায় বাংলাদেশ: বাণিজ্য উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৫, জুলাই ২৪, ২০২৫
শুল্ক আরোপ নিয়ে আলোচনা করতে আমন্ত্রণের অপেক্ষায় বাংলাদেশ: বাণিজ্য উপদেষ্টা বক্তব্য দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

ঢাকা: বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্ক আরোপ নিয়ে আলোচনার জন্য চিঠির জবাব ও আমন্ত্রণের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। একইসঙ্গে আগামী শুক্রবার (২৫ জুলাই) যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের একটি অনলাইন মিটিং রয়েছে।

তার ওপর ভিত্তি করে আমরা আমাদের পরবর্তী কর্মকাণ্ড নির্ধারণ করবো।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, আমরা গত পরশুদিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রীকে করণীয় সম্পর্কে চিঠি দিয়েছি। এখন আমরা সেই চিঠির জবাবের ও আমন্ত্রণের অপেক্ষায় আছি। জবাব ও আমন্ত্রণ পেলে আমাদের যে টিম আছে আমরা সবাই সেখানে যাবো।  

সময় তো কম, ১ আগস্ট তো সামনে এরমধ্যেই জবাব আসতে হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমাদের জন্য যে রকম প্রয়োজন, তেমন যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজন। এ বিষয়ে আমাদের কর্মকাণ্ডের কোনো স্থবিরতা নেই। আমাদের কর্মকাণ্ড যথেষ্ট গতিশীলতা নিয়ে আগাচ্ছে। আমরা আমাদের অবস্থানগুলো সঠিকভাবে তুলে ধরেছি। সক্ষমতার ভিত্তিতে আমাদের যা করণীয় সেটা তুলে ধরেছি। এখন আমরা জবাবের অপেক্ষায় আছি। জবাব পেলেই চলে যাবো।

আপনাদের প্রত্যাশা কী- জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমাদের প্রত্যাশার কথা আমি আগেও বলেছি। আমরা প্রত্যাশা করছি ভালো কোনো কিছু। ভালো কোনো কিছু করার ক্ষেত্রে যা করণীয় আমরা সেটাই করছি। আমাদের কাছে মনে হয়েছে যে উনাদের কাছ থেকে ভালো কোনো কিছু আমরা পাবো।  

আপনি কী আশা করছেন আগস্টের আগেই আমন্ত্রণ পেয়ে যাবেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আজ কালকের মধ্যে অনলাইনে একটা সিডিউল চাচ্ছি। সুতরাং অনলাইন মিটিং করার পর বোঝা যাবে। মোট কথা আমরা গতিশীলতা নিয়ে আগাচ্ছি বলেই তারা আমাদের অনলাইনে একটা মিটিংয়ের সিডিউল দিয়েছে চিঠির পরিপ্রেক্ষিতে। এই অনলাইন মিটিংয়ের ওপর ভিত্তি করে আমরা আমাদের পরবর্তী কর্মকাণ্ড নির্ধারণ করবো। অনলাইন মিটিংটা সম্ভবত আগামীকাল হবে।  

আগস্টের আগে যদি তারা কোনো জবাব না দিল তাহলে পরে কী করবেন- জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমরা আশা করছি আমরা সিডিউল পাবো।  

জিসিজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।