রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হলো তিনদিনব্যাপী ‘৯ম বাংলাদেশ লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপো ২০২৫। ’
বৃহস্পতিবার (২৪ জুলাই) শুরু হওয়া আন্তর্জাতিক এই প্রদর্শনী চলবে ২৬ জুলাই পর্যন্ত।
প্রদর্শনীতে ২০টিরও বেশি দেশ থেকে অংশ নিচ্ছে প্রায় ৩০০ কোম্পানি, যারা চামড়া ও জুতা শিল্পের আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি, কাঁচামাল ও আনুষঙ্গিক উপকরণ প্রদর্শন করছে। এতে রয়েছে রোবোটিক কাটিং মেশিন, ইকো-ফ্রেন্ডলি ট্যানিং প্রযুক্তি, ইনোভেটিভ সোল ডিজাইন ও সাসটেইনেবল উপকরণ।
আয়োজক সংস্থা লিমরা ট্রেড ফেয়ার্স অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড জানিয়েছে, প্রদর্শনীটি চামড়া শিল্পের রপ্তানি সম্ভাবনা বাড়াতে, দেশীয় উদ্যোক্তাদের বিদেশি প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং স্থানীয় উৎপাদন সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রদর্শনীতে থাকছে বিজনেস টু বিজনেস (B2B) বৈঠক, ইনোভেশন অ্যাওয়ার্ড ও লাইভ টেকনোলজি ডেমো। উদ্যোক্তারা বলছেন, এ ধরনের আয়োজন দেশে জুতা ও চামড়া শিল্পে টেকসই বিনিয়োগ ও বাজার সম্প্রসারণে সহায়ক হবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
পিএ/আরএ