কলকাতা: কলকাতার দুর্গাপূজায় এবার অন্যতম সেরা আকর্ষণ হচ্ছে ২০ কোটি রুপির মণ্ডপ। ওই মণ্ডপে প্রতিমার গায়ে পরানো হয়েছে ৪৫ কেজির সোনার গহনা।
সেটির উচ্চতা প্রায় ১শ ৪০ ফুট। শ্রীভূমির টানে গোটা বাংলার কাতারে কাতারে মানুষ ছিল সল্টলেকের লেকটাউনমুখী। কিন্তু সেই নকল বুর্জ খলিফাই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কলকাতা পুলিশের।
এর আগে, কলকাতা বিমানবন্দরের পাইলটদের অভিযোগে গত মঙ্গলবার (১২ অক্টোবর) নেভানো হয় মণ্ডপের লেজার আলো। এবার দমকল মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিংক্লাবের পূজায় দর্শকদের প্রবেশ বন্ধ করে দিলো কলকাতা পুলিশ।

গত কয়েক বছর আগে দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্ক বানিয়েছিল বিশ্বের সবচেয়ে উঁচু দুর্গা প্রতিমা। সে সময় করোনা ভাইরাস না থাকলেও ওই এক প্রতিমা দেখার ভিড়ের কারণে টানা দুইদিন যানজটে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা কলকাতা। ২০ মিনিটে গাড়িপথ চার ঘণ্টাতেও অতিক্রম করা যাচ্ছিল না। বাধ্য হয়ে সেবারও ওই প্রতিমা দর্শন বন্ধ করে দিয়েছিল পুলিশ। শ্রীভূমি বুর্জ খলিফা বন্ধ করে দ্বিতীয়বার সেই নজির গড়ল কলকাতা পুলিশ।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
ভিএস/এএটি