ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

মাওবাদীদের হাতে নিহতদের পরিবারকে বিশেষ প্যকেজ ঘোষণা মমতার

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২০, আগস্ট ২৫, ২০১১

কলকাতা: পশ্চিমবঙ্গে মাওবাদী হামলায় নিহতদের পরিবারকে বিশেষ প্যাকেজ দিচ্ছে রাজ্য সরকার। বৃহস্পতিবার মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ ঘোষণা দেন।



এদিন তিনি বলেন, ‘মাওবাদী আক্রমণে নিহতদের পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি দেবে রাজ্য। আর তা না হলে মাসিক পেনশন দেওয়ার চিন্তা-ভাবনা করছে সরকার। ’

তিনি আরও বলেন, ‘এর পাশাপাশি নিহতদের পরিবারকে রাজ্য সরকারের তরফ থেকে ২ লাখ ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ৩ লাখ মোট ৫ লাখ রুপি ক্ষতিপূরণও দেওয়া হবে। ’

মুখ্যমন্ত্রী এদিন বলেন,‘ আর এক্ষেত্রে নিহতরা কোন দলের সেদিক বিবেচনা করা হবে না। নিহত সমস্ত রাজনৈতিক দলের পরিবারই এই প্যাকেজ পাবে। আগামী ১০ তারিখ রাজ্য সরকার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে। ’

মাওবাদীদের সমালোচনা করে এদিন তিনি বলেন, ‘মাওবাদীদের জন্য সরকার বিভিন্ন প্যাকেজ ঘোষণা করা সত্ত্বেও তারা খুনের রাজনীতি চালিয়ে যাচ্ছে। উন্নয়নে বাধা সৃষ্টি করছে। সাধারণ মানুষকে ভুল পথে চালিত করছে। সরকার এই কাজকে বরদাস্ত করবে না। যারা মূল স্রোতে ফিরে আসতে চাইছে, তাদেরকে স্বাগত জানাবে রাজ্য সরকার। ’

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।