ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় বঙ্গবন্ধু সম্মাননা পেলেন কবি আসাদ চৌধুরী

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:০৯, আগস্ট ২২, ২০১১
কলকাতায় বঙ্গবন্ধু সম্মাননা পেলেন কবি আসাদ চৌধুরী

কলকাতা: বাংলাদেশ বিশিষ্ট কবি আসাদ চৌধুরীকে রোববার সন্ধ্যায় কলকাতার চোখ সাহিত্য পত্রিকার পক্ষ থেকে বঙ্গবন্ধু সম্মাননা ১৪১৮ প্রদান করা হয়েছে।

বাংলা একাদেমি সভাগৃহে এদিন বিশেষ বঙ্গবন্ধু সম্মাননা পান বিশিষ্ট সংগীত শিল্পী হৈমন্তী শুক্লা ও অন্নদাশঙ্কর সম্মাননা পান ছড়াকার অভীক বসু।



এদিনের অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশের কলকাতাস্থ উপহাইকমিশনার মুহম্মদ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশের বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য ও কবি প্রাবন্ধিক শেখ হাফিজুর রহমান ও সাহিত্যিক জীয়াদ আলি এই সম্মাননাগুলি প্রদান করেন।

এদিন কবি অন্নদাশঙ্কর রায়কে নিয়ে দুই ইবাংলার ১৮৪ জন কবির লেখা নিয়ে কবি মানিক দে সম্পাদিত ‘ছড়ার যাদুকর’ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

ভারতীয় সময়: ০৩৫৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।