ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

বিজ্ঞাপন দিয়ে আন্নার আন্দোলনের মতামত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৮, আগস্ট ২০, ২০১১

কলকাতা: ভারতের দুর্নীতি বিরোধী আন্দোলনের প্রাণপুরুষ আন্না হাজারের অনশনের মাঝেই শনিবার জনসাধারণের কাছে লোকপাল বিলের মতামত চেয়ে বিজ্ঞাপন দিল সংসদের স্থায়ী কমিটি।

আগামী ১৫ দিনের মধ্যে নিজেদের মতামত জানাতে পারবেন জনসাধারণ।

রাজনৈতিক মহলের মত, আন্নার অনশনের মাঝেই আমজনতার কাছে মতামত জানতে চেয়ে সরকার মাস্টার স্ট্রোক দিল।

এদিন স্থায়ী কমিটির পক্ষ থেকে পরিস্কার করে জানিয়ে দেওয়া হল- চলতি বাদল অধিবেশনের মধ্যেই লোকপাল বিল পাশ করানো সম্ভব নয়।

সংসদের স্থায়ী কমিটির সভাপতি ও কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি জানিয়েছেন, আন্নার দাবি মত ৩০ আগস্টের মধ্যে লোকপাল বিল অনুমোদন করা সম্ভব নয়। বিষয়টি একটি স্পর্শকাতর বিষয়। সরকার এ ব্যাপারে অহেতুক তাড়াহুড়ো করতে রাজি নয়।

এরই পাশাপাশি আন্না হাজারের অনশন নিয়ে কঠোর অবস্থান নিতে চলেছে সরকার।

শনিবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে, সংসদের চলতি অধিবেশনে বিল পেশ করা সম্ভব নয়।

আন্না হাজারে নিজের সীমা অতিক্রম না করতে কার্যত কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, আগস্ট ২০,  ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।