ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

শিক্ষা প্রতিষ্ঠানে তৃণমুলের সন্ত্রাসের প্রতিবাদ বামছাত্রদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৭, আগস্ট ১৯, ২০১১

কলকাতা: রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে তৃনমৃলের সন্ত্রাসের প্রতিবাদে চার বাম প্রতিনিধি দলের ছাত্ররা বিধানসভায় বিক্ষোভ দেখাতে যাওয়ার আগেই রাণী রাসমনি রোডে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হন।

এদিন তারা কলেজস্ট্রিট থেকে বিধানসভার দিকে যাচ্ছিলেন।

রাজপথে পুলিশ তাদের বাধা দিলে। বামছাত্ররা তীব্র বিক্ষোভ দেখাতে থাকে। পরিস্থিতি চরমে ওঠলে পুলিশ তাদের  গ্রেফতার করে।

এই ঘটনায় উত্তেজনা আরও বেড়ে যায়। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে সাড়ে ৩টার সময় স্পিকার তিন বাম সংগঠনের প্রতিনিধির সঙ্গে কথা বলতে রাজি হন। শিক্ষা ব্যবস্থা ত্রুটি নিয়ে কথা বলতেই তারা বিধানসভায় যান। রাণী রাসমনি রোডে মিছিলকে আর এগোতে না দিলে ছাত্ররা সড়কে বসে প্রতিবাদ জানায়।

হিংসা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই বিক্ষোভ দেখায় ছাত্রেরা। এছাড়া বহু শিক্ষাবিদকে বিভিন্ন জায়গায় থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধেও প্রতিবাদ জানায় ছাত্ররা।

ভারতীয় সময়: ২০০৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।