ঢাকা, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

প্রাথমিক শিক্ষায় ব্রতচারী বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩২, আগস্ট ১০, ২০১১

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে রাজ্যের প্রাথমিক শিক্ষায় ব্রতাচারী বাধ্যতামূলক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের প্রাথমিক শিক্ষা সংসদ।



প্রাথমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চলতি শিক্ষাবর্ষ থেকেই প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলকভাবে ব্রতচারী চালু করতে হবে। প্রাথমিক স্কুলগুলো চাইলে বুধবার থেকেই এটা চালু করতে পারে।

সম্প্রতি একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘শিক্ষা ব্যবস্থার সঙ্গে খেলাধূলার মেলবন্ধন করতে হবে। ’ আর তারই অঙ্গ  হিসেবে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ব্রতচারী বাধ্যতামূলক করা হলো।

এর আগেও রাজ্যের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিশিষ্ট মনীষী গুরুসদয় দত্তর সৃষ্টি শারীরিক ব্যায়ামের এই পদ্ধতি চালু থাকলেও এতোদিন তা ঐচ্ছিক ছিল। এ নির্দেশের পর তা বাধ্যতামূলক হলো।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।