ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

স্মার্ট শহর হচ্ছে না কলকাতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৮, ফেব্রুয়ারি ১০, ২০১৬
স্মার্ট শহর হচ্ছে না কলকাতা

কলকাতা: ‘স্মার্ট সিটি’ হচ্ছে না কলকাতা। ভারতের রাজধানী নয়া দিল্লিতে এমন তথ্যই জান‍ান ভারতের সড়ক, পরিবহন ও জাহাজ মন্ত্রী নিতীন গড়করি।



ভারতের ১২ শহরকে ‘স্মার্ট সিটি’ হিসেবে ঘোষণা করা হয়েছিলো। এই স্মার্ট সিটির মধ্যে ছিলো কলকাতার নাম। শহরগুলিকে আধুনিক প্রযুক্তিতে  ঢেলে সাজাবার পরিকল্পনা করে কেন্দ্রীয় সরকার।

বুধবার (১০ ফেব্রুয়ারি)  নিতীন গড়গরি জানান ‘স্মার্ট সিটি’ থেকে বাদ যাচ্ছে কলকাতার নাম। শুধু কলকাতা নয়, বাদ যাচ্ছে মুম্বাইয়ের নামও।

কলকাতাবাসীর কাছে এই ঘোষণা আক্ষরিক অর্থেই হতাশার। ইতোমধ্যেই ‘স্মার্ট সিটি’র জন্য ভারত সরকার ৫০ হাজার কোটি রুপি বরাদ্দও করেছে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।