কলকাতা: তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন, তিনি শাহরুখ খান, কলকাতার ‘খান দাদা’।
এক ঝটিকা সফরে মঙ্গলবার (২২ ডিসেম্বর) কলকাতা ঘুরে গেলেন শাহরুখ খান এবং কাজল।

undefined
শুধু হাজির হওয়া নয়, সেখানে ভক্তদের সঙ্গে শাহরুখ এবং কাজল নাচলেন, গাইলেন, সেলফি তুললেন এবং সিনেমার ডায়লগ শোনালেন। অনুষ্ঠানে হাজির ছিলেন হাজার হাজার শাহরুখ ভক্ত। তাদের উৎসাহ ছিল তুঙ্গে।
এবিপি গোষ্ঠীর ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানে ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি তুলে দেওয়া হয় শাহরুখ এবং কাজলের হাতে। শাহরুখ বলেন, কলকাতা তার প্রিয় শহর. তিনি আরও বলেন, “ এখানে আমাকে খান দাদা বলা হয়” চলচ্চিত্র রিলিজ হলে তিনি একবার অন্তত এই শহরে আসেন।

undefined
ইতিমধ্যেই ১০০ কোটি রুপির ব্যবসা করে নিয়েছে ‘দিলওয়ালে’। মনে করা হচ্ছে উৎসবের মৌসুমে ভারতীয় চলচ্চিত্র সমস্ত রেকর্ডকে ভেঙে দেবে এই চলচ্চিত্র।
বাংলাদেশ সময়: ০৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
ভিএস/বিএস