ঢাকা, বুধবার, ২৬ চৈত্র ১৪৩১, ০৯ এপ্রিল ২০২৫, ১০ শাওয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

স্কুটারে কলকাতা ঘুরলেন অমিতাভ বচ্চন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
স্কুটারে কলকাতা ঘুরলেন অমিতাভ বচ্চন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: হঠাৎ কলকাতার রাস্তায় দেখা মিললো বিগ বি অমিতাভ বচ্চনের। এ সময় আগের দিনের একটি স্কুটারে রাস্তায় রাস্তায় চক্কর মারতে দেখা গেল তাকে।

চেহারাটা নিপাট মধ্যবিত্ত বাঙালি।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় কলকাতাবাসীকে এমন দৃশ্যের মধ্য দিয়ে দিন শুরু করতে হলো।

তবে, শখের বসে নয়। ঋভু দাশগুপ্তর আগামী ছবির শুটিংয়ে টানা দেড় মাস কলকাতায় থকবেন বিগ বি। সেজন্যই অন্যসব দিনের চেয়ে রোববার সকালে কলকাতার দৃশ্য একটু আলাদা ছিল।

undefined


গায়ে চেক শার্ট, চোখে বড় ফ্রেমের চশমা, বাঁহাতে ঘড়ি, কালো প্যান্ট, পায়ে চামড়ার জুতা। কখনো সামনে কখনো পেছনে ক্যামেরা বসিয়ে শুটিং চললো কলকাতার রাস্তায়।

জানা যায়, কব্জিতে চোটের জন্য একটি ব্যান্ডেজ পড়তে হচ্ছে তাকে। কিন্তু শুটিংয়ের সময় সেই ব্যাথাকে উড়িয়ে হাতের ব্যান্ডেজ খুলেই মোচড় দিলেন স্কুটারের এক্সিলেটরে। শুটিংয়ের খাতিরে আরে কয়েকবার কলকাতার রাস্তায় স্কুটারের এক্সিলেটরে মোচড় দিতে হবে তাকে।

undefined


শনিবার(২৮ সেপ্টেম্বর) কলকাতার রাইটার্স বিল্ডিংয়ে শুটিং করেন অমিতাভ বচ্চন।

এর আগে ‘পিকু’ ছবির জন্য কলকাতায় সাইকেল চালিয়ে ঘুরেছিলেন বিগ বি।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
ভিএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।