ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

সিপিএমের সংবাদ সম্মেলন:

তৃণমূল ৩৪ কোটি রুপি আত্মসাৎ করেছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৩৭, এপ্রিল ১৭, ২০১১
তৃণমূল ৩৪ কোটি রুপি আত্মসাৎ করেছে

কলকাতা: পশ্চিমবঙ্গের বিরোধীদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৩৪ কোটি রুপি আত্মসাতের অভিযোগ তুলেছে ক্ষমতাসীন বামফ্রন্টের প্রধান শরিক সিপিএম। শনিবার কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদ সম্মেলনে রাজ্যের আবাসনমন্ত্রী ও সিপিএমের প্রথম সারির নেতা গৌতম দেব এ অভিযোগ তোলেন।



এছাড়া চলমান বিধানসভা নির্বাচনে ব্যবসায়ীদের থেকে ‘কালো টাকা’ নেওয়ার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে তদন্তও দাবি করে সিপিএম।

সংবাদ সম্মেলনে গৌতম দেব বলেন, ‘প্রত্যেক টিভি চ্যানেলে প্রতিদিন মিনিটে-মিনিটে বিজ্ঞাপন দেওয়ার অর্থ তৃণমূল কোথায় পাচ্ছে। কারা কীসের বিনিময়ে এত টাকা তৃণমূলকে দিচ্ছেন। ’

তিনি তৃণমুলকে চ্যালেঞ্জ করে বলেন,  ‘ইতিমধ্যেই ৩৪ কোটি রুপি তারা আত্মসাৎ করেছে। সাহস থাকলে আদালতে গিয়ে আমার এ দাবি তারা মিথ্যা প্রমাণ করুক। ’

নির্বাচনে তৃণমূলের অর্থ আদায়ের কিছু রসিদর তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

গৌতম দেব এদিন প্রশ্ন তোলেন, মমতা ব্যানার্জির প্রচারণার জন্য ব্যবহৃত হেলিকপ্টারের খরচ কেন দিল কংগ্রেস।

তিনি বলেন, ‘তৃণমূল বলছে, এর টাকা কংগ্রেস ধার দিয়েছে। কিন্তু নির্বাচনী খরচে ধার দেনা বলে কোন বিষয় নেই। ‘

গৌতম দেব বলেন, ‘দিল্লির স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্টে ১৫ লাখ রুপি রয়েছে মমতার। তারপরও মমতা মিডিয়ায় খবর হওয়ার জন্য চটি পড়ে ঘুরে বেড়ান। ’

বাংলাদেশ সময়: ০৪৩০ ঘন্টা, এপ্রিল ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।