ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

আসামে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৮, এপ্রিল ৪, ২০১১
আসামে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন

কলকাতা: ভারতের উত্তর-পূর্ব রাজ্য আসামে সোমবার রাজ্য বিধানসভার প্রথম দফার ভোট শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, কড়া নিরাপত্তার মধ্যে এদিন সকাল ৭টায় রাজ্যের ১২৬টি কেন্দ্রের মধ্যে ৬২ টি কেন্দ্রে ভোট শুরু হয়।

চলে বিকাল ৫টা পর্যন্ত। প্রায় ৭০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এদিন ভোট হয়েছে বরাক উপত্যকা, পূর্ব ও উত্তর আসামের জেলাগুলোতে।

দুপুরে জোড়হাট কেন্দ্রে নিজের ভোটটি দেন আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ।

ভোট দিয়ে বুথের বাইরে এসে তিনি সাংবাদিকদের বলেন, ভোট শান্তিতে হচ্ছে। এবারও আসামের মানুষ কংগ্রেসকেই ভোট দিয়ে সরকার গড়তে সাহায্য করবেন।

এদিন শেষ হওয়া ৬২টি কেন্দ্রের সব কটিতেই প্রার্থী দিয়েছিল রাজ্যের বর্তমান ক্ষমতাসীন কংগ্রেস ও বিরোধী দল বিজেপি।

রাজ্যের প্রধান বিরোধী দল আসাম গণপরিষদের প্রার্থী ছিল ৫১টি কেন্দ্রে।

এদিন যাদের ভবিষ্যৎ নির্ধারণ হল তাদের মধ্যে রয়েছেন আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, বিজেপির রাজ্য সভাপতি রঞ্জিত গুপ্ত, আসাম গণপরিষদের সাবেক সভাপতি বৃন্দাবন গোস্বামী, রাজ্য বিধান সভার স্পিকার টি বি রাই প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।