ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্য বিজেপি সভাপতির সঙ্গে সৌরভ গাঙ্গুলির বড়ভাইয়ের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫২, জুন ১১, ২০১৪
রাজ্য বিজেপি সভাপতির সঙ্গে সৌরভ গাঙ্গুলির বড়ভাইয়ের সাক্ষাৎ

কলকাতা: বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহার সঙ্গে দেখা করলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির দাদা এবং পশ্চিমবঙ্গ রাজ্য ক্রিকেট দলের সাবেক অধিনায়ক স্নেহাশিস গাঙ্গুলি।

দুই তরফেই এই সাক্ষাৎকে নেহাতই সৌজন্যমূলক বলে দাবি করলেও এই সাক্ষাৎকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে নানা জল্পনার শুরু হয়েছে।



লোকসভা নির্বাচনের আগে সৌরভ গাঙ্গুলির রাজনীতিতে যোগদান করা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিলো। কিন্তু সাবেক ভারতীয় অধিনায়ক জানিয়েছিলেন তার রাজনীতিতে যোগদানের কোন সম্ভাবনা নেই। তবে অনেকেই মনে করছেন স্নেহাশিস গাঙ্গুলির বিজেপি সভাপতির সঙ্গে সাক্ষাৎকার আগামী দিনে অন্য এক মাত্রা পেতে চলেছে। যদিও এখন পর্যন্ত সৌরভ গাঙ্গুলির তরফে এ নিয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জুন ১১ , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।