ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

ফল ঘোষণার আগেই জয়-পরাজয়ের আভাস

জেসমিন পাপড়ি, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২২, মে ১২, ২০১৪
ফল ঘোষণার আগেই জয়-পরাজয়ের আভাস ছবি: ফাইল ফটো

Jasmin_papriদিল্লি থেকে: চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই রোববার সন্ধ্যায় জানা যাবে কে বসতে যাচ্ছেন দিল্লির মসনদে। এদিন বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা এবং টেলিভিশন চ্যানেল বুথ-ফেরত ভোটারদের মতামতের ভিত্তিতে প্রকাশ করবে এক্সিট পোল নামের সমীক্ষা।

শুধু মিডিয়া নয়, একইভাবে সমীক্ষা জানাবে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দল ভারতীয় জনতা পার্টি ও ভারতীয় জাতীয় কংগ্রেস।

বরাবরের মত এ এক্সিট পোল থেকেই আভাস মিলবে ভারতের ভবিষ্যত সরকারের।

প্রসঙ্গত, ২০০৯ সালেও একইভাবে এক্সিট পোল ঘোষণা হয়। সে সমীক্ষায় এগিয়ে থাকে কংগ্রেস।

স্থানীয় সাংবাদিকরা জানান, গতবারের সমীক্ষা অনেকটাই সত্যি হয়েছিল। তাই এবারও এটি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

তারা জানান, রোববার সন্ধ্যা ছয়টা থেকে এক্সিট পোল ঘোষণা আসা শুরু হবে। ভোট দিয়ে ফেরা ভোটারদের নিয়ে করা এ সমীক্ষা জানাবে মিডিয়া ও দলগুলো। যে বিরাট ডামাডোল বাজিয়ে ভারতের নির্বাচন উৎসব শুরু হয়েছিল রোববার, শেষদিনে সে উৎসবের সম্ভাব্য ফল আসবে মানুষের কাছে। ভোট শুরুর দিন থেকেই মিডিয়াগুলো এ কাজ করছে।

গত ৭ এপ্রিল শুরু হয় বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতের ১৬তম নির্বাচন। এতে অংশ নেয় সাতটি সর্ব ভারতীয় দল, ৪৭টি আঞ্চলিক দল এবং আরো এক হাজার ৫৬৩টি অস্বীকৃত রাজনৈতিক দল। এবারের নির্বাচনে মোট ভোটার ৮১ কোটি ৪০ লাখ।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, মে ১২, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।