আগরতলা(ত্রিপুরা): বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ডঃ সনজিদা খাতুন-কে ‘পান্থজন’ সম্মাননা পদক প্রদান করেছে ভারতের ত্রিপুরা রাজ্যের সাংস্কৃতিক সংগঠন ‘পান্থজন’।
রোববার রাতে আগরতলার নজরুল কলাক্ষেত্রের আনন্দ প্রেক্ষাগৃহে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যের পক্ষ থেকে এই সম্মাননা পদক তুলে দেন সনজিদা খাতুনের ছেলে পার্থ তানভীর নভেদের হাতে।
আসার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে সনজিদা খাতুন অনুষ্ঠানে আসতে পারেন নি। তবে আয়োজকদের উদ্দেশ্যে রেকর্ডকৃত একটি শুভেচ্ছাবার্তা পাঠান তিনি। যা অনুষ্ঠানে দেখানো হয়।
রেকর্ডকৃত শুভেচ্ছাবার্তায় সনজিদা বলেন “আমি আনন্দিত এই সম্মান পেয়ে। আপনারা যে সম্মান আমায় দিচ্ছেন তাঁর কোনো প্রতিদান হয় না”।
উল্লেখ্য, পান্থজন আয়োজিত এদিন (রোববার) ছিল আগরতলার নজরুল কলাক্ষেত্রে দু’দিনব্যাপী আয়োজিত ছায়ানট উৎসবের দ্বিতীয় দিন। শনিবার সন্ধ্যায় শুরু হয় এ উৎসব। দ্বিতীয় দিনে (রোববার) বাংলাদেশের শিল্পীরা পরিবেশন করেন উজ্জীবনের গান। যে গান মানুষের কথা বলে। যে গান লড়াইয়ের বার্তা দেয়। যে গান মানুষকে মানুষ হতে শেখায়। শিল্পীদের পরিবেশনায় আগরতলার দর্শক শ্রোতাদের মন হৃদয় ছুঁয়ে যায়।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, “বাংলাদেশের মানুষদের জানাই হৃদয়ের অন্ত:স্থলের ভালবাসা । এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান দু’দেশের সম্পর্ককে আরও নিবিড় করবে। ”
তিনি বলেন, “কিন্তু দুদেশের মধ্যে একটি শক্তি রয়েছে, যারা চায় না আমাদের সৌভ্রাতৃত্ব সুদৃঢ় হোক। আবার দু’দেশের বাইরেও এমন অনেক শক্তি আছে, যারা ভারত-বাংলাদেশের সম্পর্ক ভালো হোক তা চায় না। এজন্য তারা নানা ধরনের ষড়যন্ত্র করে। এরাই এক সময়ে
বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করে নি। ”
“আমাদের মধ্যে মেলামেশা যত বাড়বে, সেসব ষড়যন্ত্রের জাল ছিন্ন করা তত সহজ হবে” বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে পান্থজনের পক্ষ থেকে বাংলাদেশের শিল্পীদেরও এদিন সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীতশিল্পী সমীর কান্তি দাস।
তিনি বলেন, “ছায়ানটের গান হৃদয় দিয়ে অনুভব করা যায়। ছায়ানটের শিল্পীরা মন থেকে গান গায়। ”
অনুষ্ঠানে পান্থজনের পক্ষ থেকে ছায়ানট এবং সনজিদা খাতুনের উপর একটি তথ্যচিত্র দেখানো হয়। প্রদর্শিত এ তথ্যচিত্রে স্থান পেয়েছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড থেকে শুরু করে দেশভাগ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, ছায়ানটের জন্ম। সেই সঙ্গে সনজিদা খাতুনের ব্যতিক্রমী চরিত্রও।
বাংলাদেশ সময়: ১১০৫ ঘন্টা, নভেম্বর ১৯, ২০১২
সম্পাদনা: সোহেল রহমান, সিনিয়র করেসপন্ডেন্ট; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com


