আগরতলা (ত্রিপুরা): মানিক সরকারকে তিনদিনের চূড়ান্ত সময় সীমা বেধে দিল কংগ্রেস। বুধবার বিকেলে কংগ্রেস ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি সুদীপ রায়বর্মণ বলেন, “আগামী তিন দিনের মধ্যে মুখ্যমন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে।
না হলে যে কোনো রকমের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল। যার জন্য পরে কংগ্রেসকে দায়ী করা যাবে না। ”
উল্লেখ্য, রোববার ত্রিপুরা তফশিলি জাতি সমন্বয় সমিতির সভায় মানিক সরকার দেশের প্রধানমন্ত্রীকে পাগল বলেন।
এনিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস।
মুখ্যমন্ত্রীর এ মন্তব্যকে কুরুচিপূর্ণ বলে অভিহিত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
তিনি বলেন, “আমরা ভেবেছিলাম মুখ্যমন্ত্রী হয়তো পরে তার মন্তব্য থেকে সরে আসবেন। এর জন্য আমরা তিনদিন অপেক্ষা করে ছিলাম। কিন্তু দেখলাম তিনি তার সেই নিম্নমানের মন্তব্যেই দাঁড়িয়ে আছেন। যার কারণে আমাদের মুখ খুলতে হল। ”
তিনি বলেন, “এ ধরনের মন্তব্য স্বৈরাচারী মানসিকতার উদ্বেগজনক বহিঃপ্রকাশ। ঐ জনসভায় লোক না হওয়ার কারণে চরম হতাশা থেকে মুখ্যমন্ত্রী শালীনতা ও শিষ্টাচারের সীমা ভেঙে আপত্তিজনক কথাবার্তা বলেন। এ মন্তব্যের মধ্য দিয়ে তার দলের মানসিকতা, রাজনৈতিক চেতনা ও চিন্তাভাবনার দীনতা প্রকাশ পেয়েছে। ”
সুদীপ রায় বর্মণ বলেন, “প্রধানমন্ত্রীকে নিয়ে যে ধরনের কথা বলা হয়েছে তা কোনো রাস্তার ছেলের মুখে মানায়। আর মনমোহন সিংহ সারা বিশ্বে সম্মানিত। ”
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১২
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর


