ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

৪ তৃণমূল বিধায়কের কংগ্রেসে যোগদান

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৩, অক্টোবর ১১, ২০১২

কলকাতা: ভারতের উত্তর-পূর্বের রাজ্য অরুনাচল প্রদেশের ৪ জন তৃণমূল বিধায়ক কংগ্রেসে যোগ দিয়েছেন।

পশ্চিমবঙ্গের বাইরে এই রাজ্যটির বিধানসভা নির্বাচনে প্রথম তৃণমূলের ৪ জন বিধায়ক বিজয়ী হন।

সেই ৪ বিধায়কই বুধবার আনুষ্ঠানিকভাবে দল ছেড়ে তাদের পুরানো দল কংগ্রেসে ফিরে গেলেন।

২০০৯ এর অরুণাচল বিধানসভা নির্বাচনের সময় কংগ্রেসের মনোনয়ন না পেয়ে পূর্ব সেপার কেন্দ্রের টাপুক, পশ্চিম সেপার কেন্দ্রের তানি লোফা, চ্যাংবাজোর কেন্দ্রের কারায়া বাসাং ও পূর্ব সোনাদা কেন্দ্রের কামথক লোয়াং তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়ে বিজয়ী হন।

এই তৃণমূল বিধায়কদের সঙ্গে এনসিপি’র ৫ বিধায়কও এদিন কংগ্রেসে যোগ দিয়েছেন। ৬০ আসন বিশিষ্ট অরুণাচল বিধানসভায় এর ফলে কংগ্রেসের আসন সংখ্যা হল ৫৫টি।

তৃণমূল সাধারণ সম্পাদক ও সাবেক রেলমন্ত্রী মুকুল রায় বৃহস্পতিবার এই দলত্যাগের প্রতিক্রিয়ায় বলেছেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। কংগ্রেসে গেলে এরা তো দলত্যাগ বিরোধী আইনে পড়বেন।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, ১১ অক্টোবর, ২০১২
আরডি/সম্পাদনা: আহ্‌সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।