ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

নিরাপত্তা, আগরতলা শহরে বসছে ২০ সিসি টিভি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৬, অক্টোবর ১০, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : রাজধানী আগরতলায় বসছে ক্লোজ সার্কিট টিভি (সিসি টিভি)। আগরতলার নিরাপত্তার কথা চিন্তা করেই এই সিসি টিভি বসানোর সিদ্ধান্ত হয়েছে বলে স্বরাষ্ট্র দপ্তর সূত্রে জানা গেছে।



আগরতলা শহরে দুর্গা পুজোর আগে বা পুজোর সময় বড় ধরনের নাশকতা হতে পারে- এ মর্মে খবরের ভিত্তিতে আগে থেকেই নেয়া হয়েছে বাড়তি সতর্কতা। বাড়ানো হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যের আট জেলার পুলিশ সুপারিন্টেনডেন্টদের নিয়ে বৈঠক করেন।

সেখানেই রাজধানী আগরতলা শহরে সিসি টিভি বসানোর সিদ্ধান্ত হয়। শহরের ২০টি জায়গাকে এর জন্য শনাক্ত করা হয়েছে। ওই এলাকায় বসানো হবে ক্লোজ সার্কিট টিভি।

এদিকে শহরে সাদা পোশাকের পুলিশ এখন থেকেই নিয়োগ করা হবে বলেও খবর। চার বছর আগে দুর্গাপুজো এবং ঈদের ঠিক আগে শহরের চারটি জায়গায় ধারাবাহিক বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। সবগুলি বিস্ফোরণ করা হয়েছিল জন বহুল এলাকায়।

গত কয়েক মাসে রাজ্যে বেশ কিছু সন্ত্রাসবাদী ধরা পড়েছে। তারাও পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছিল দুর্গা পুজোর আগে বা পুজোর সময় রাজ্যের বিভিন্নস্থানে বোমা বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা রয়েছে।

এবার রাজ্য পুলিশ কোন ধরনের ফাঁক রাখতে রাজি নয়। আগে থেকেই সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন তারা।

বাংলাদেশ সময় : ২১০৩ ঘণ্টা, অক্টোবর ১০,  ২০১২
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।